বাংলা৭১নিউজ, ঢাকা: যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ খবর জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা অপরিবর্তিত বাড়তে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। এছাড়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বাংলা৭১নিউজ/এম