বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ কারামুক্ত হচ্ছেন বাবর ‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি ধনীদের এগিয়ে আসতে হবে-মমতাজ বেগম এমপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৫৫৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জাহাঙ্গীর ভুঁইয়া, মানিকগঞ্জ প্রতিনিধিঃ দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি ধনীদের এগিয়ে আসতে হবে। যারা দেশের জন্য ভাল কাজ করবে, সরকার তাদের পাশে রয়েছে। অনেকেই আছেন, দেশের উন্নয়নে বেসরকারীভাবে সরকারকে সহযোগীতা করছেন, তারা দেশকে ভালবেসে মাটির টানে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে ‘স্পেক্টা গ্রুপের’ চেয়ারম্যান আফতাব উদ্দিন খাঁন অন্যতম একজন। তিনি নিজ এলাকাতে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করছেন। যার মাধ্যমে এলাকার অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সরকার পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। পাটুরিয়ার পদ্মার পাড়ে ‘স্পেক্টা গ্রুপ’ এ স্টেডিয়ামের জন্য জমি দিয়ে সরকারকে সহযোগীতা করছেন। ওনি একজন ভাল মনের মানুষ। দেশ ও সমাজ উন্নয়নে যারা ভাল কাজ করবে আমরা তাদের পাশে আছি।তিনি শনিবার রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট নবনির্মিত আফতাব প্লাজায় আন্তর্জাতিক মানের ‘পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে’র রোববার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
মানিকগন্ঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, ‘স্পেক্টা গ্রুপ’ এলাকায় যা করছে তা সকলের দৃষ্টি আকর্ষন করেছে। তার মধ্যে ‘পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল’ একটি। এভাবে পদ্মার পাড়ে পর্যায়ক্রমে আরো প্রতিষ্ঠান গড়ে উঠলে এ এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, এ এলাকাতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এটি হলে এলাকার উন্নয়ন হবে। বর্তমান সরকারের সময় দেশ এগিয়ে যাচ্ছে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং দেশের যথেষ্ট উন্নয়ন হয়েছে। সরকারের পাশাপাশি ‘স্পেক্টা গ্রুপ’ ঢাকার পাশে নিজ এলাকায় উন্নয়নমুলক কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

manikganj sun132

‘স্পেক্টা গ্রুপ’র চেয়ারম্যান প্রকৌশলী খান মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ঢাকার পাশে মানিকগঞ্জ জেলা সবচেয়ে বেশী অবহেলিত। এখন যা উন্নয়ন হচ্ছে, তা আরা ১০ বছর আগে হওয়ার কথা ছিল। এ জেলার অনেক বিশিষ্ট জন মন্ত্রী ছিলেন, কিন্তু তারা কিছুই করেননি। তারা কিছু করলে আজ জেলার এ অবস্থা থাকতো না। পদ্মা নদীর পারে সোলার পাওয়ার স্টেশন, আইটি পার্ক, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। নদী ভাঙ্গন দেখে ভয় পেলে চলবে না। নদীকে সম্পদে পরিণত করতে পারলে এখানে অনেক কিছুই করা সম্ভব।
‘স্পেক্টা গ্রুপ’র ভাইস চেয়ারম্যান খালিদ হাসান খান পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের সেবাসমুহের বিস্তারিত তুলে ধরে বলেন, আমরা জন্মস্থানকে ভুলে যায়নি। এ জন্য নিজ এলাকাতে আমরা এ ধরণের প্রতিষ্ঠান করলাম। তাই এ প্রতিষ্ঠান নিরাপদ এবং সুষ্ঠভাবে চালাতে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি ।
অনুষ্ঠান সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খাঁন, ভূমি মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম-সচিব এ,এম,এ রহমান দুলাল, পুলিশ সুপার মাহফুজুর রহমান (বিপিএম), উপজলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ, পুলিশ ইন্সপেক্টর মনিরুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা,জেলা যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগন্ঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ,সাপ্তাহিক রূপসীর ভারপ্রাপ্ত সম্পাদক ফেরদৌস আহম্মেদ,বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর ভুঁইয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা পরিষদ সদস্য খাঁন মোহাম্মদ আজম ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ আঃ রহিম খান, আরুয়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান খাঁন মাসুম, লিংক ইন্টারন্যাশনালের লিমিটেডের প্রোপ্রাইটার মোবারক হোসেন খান পান্নুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে বেলুন উড়িয়ে এবং কেক কেটে রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের উদ্বোধন করেন মমতাজ বেগম এমপি। আগত সকল অতিথিদেরকে ডিনার করানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

manikganj sun135

উল্লেখ্য নবনির্মিত ৭ তলা বিশিষ্ট এ রেস্টুরেন্ট কনভেনশন হলে রয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন রেস্টুরেন্ট, কনভেনশন হল, গেস্ট রুম, মাল্টিমিডিয়া মিটিংরুম, কফি সোপ, সামাজিক অনুষ্ঠান (যেমন-বিয়ে, গায়ে হুলুদ, জন্মদিন), কর্পোরেট প্রোগ্রাম (যেমন-বিভিন্ন প্রতিষ্ঠানের এজিএম, ইজিএম) এবং ১শ’ গাড়ি রাখা যাবে এমন সুব্যাবস্থা রয়েছে।এখানে থাই,কনটিনেনটাল, এ্যরাবিয়ান, লাকাল, ফাস্টফুড ও গ্রীল কাবাবসহ বিভিন ধরণের খাবার পাওয়া যাবে। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার, বুফট, আলাকারটি বিশেষ অর্ডার সার্ভিসের ব্যবস্থা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com