বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকায় আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৩৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আজ সকালে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের কুতুবদিয়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত ৯০ মিলিমিটার রেকর্ড করা হয়।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দম্কা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানিয়ে আরও বলেছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করছে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, আবহাওয়ার উন্নতি হতে পারে।
বাংলা৭১নিউজ/এন