বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

দেশি সন্ত্রাসে আইএস যোগ আছে: কেরি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরের সময় বলেছেন, বাংলাদেশে যারা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত তাদের সাথে আইএস-এর যে যোগসূত্র আছে তাতে কোনো সন্দেহ নেই।

সোমবার নয় ঘন্টার জন্য ঢাকা সফরে এসে এক বক্তব্যে কেরি বলেন, ‘বাংলাদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়টি নিয়ে সরকারের সাথে তার খোলামেলা আলোচনা হয়েছে।’

ঢাকায় এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে নাগরিক সমাজ এবং তরুণদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে মি. কেরি বেশ পরিষ্কার করেই বলেছেন, ‘বাংলাদেশের জঙ্গিদের সাথে ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের যোগসূত্র আছে।’

এ বিষয়টি নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এটা পরিষ্কার করে বলেছি। ইরাক এবং সিরিয়ার আইসিল (আইএস) -এর সাথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আটটি সংগঠনের যোগাযোগ আছে। দক্ষিণ এশিয়া তার মধ্যে অন্যতম।’

কেরি বলেন, ‘আমাদের আলোচনায় এটা পরিষ্কার করে বলেছি। এ নিয়ে কোনো বিতর্ক নেই।’

বাংলাদেশের সরকার বরাবরই বলছে, দেশটিতে জঙ্গি হামলার পেছনে আইএস-এর কোনো সম্পৃক্ততা নেই। দেশীয় জঙ্গিগোষ্ঠিগুলো এ ধরনের কাজ করছে বলে বাংলাদেশ সরকার মনে করে।

কিন্তু সরকারের এ ধরনের দাবি নিয়ে বিতর্ক আছে। এ বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাশের সরকার ‘বালুতে মুখ গুঁজে’ অর্থাৎ বিষয়টিকে উপেক্ষা করছে কিনা? কেরি মনে করেন, বাংলাদেশ সরকার বিষয়টিকে উপেক্ষা করছে না।

তিনি বলেন, ‘মন্ত্রী যখন বলেন এটা দেশীয়, তার মানে হচ্ছে এখানে বিদেশি কোনো যোদ্ধা থেকে এসে হামলা করছে না। যারা এসব কাজের সাথে জড়িত তারা এদেশেরই কিছু মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে, এখানকার এদের (জঙ্গিদের) সাথে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য জায়গার জঙ্গিদের প্রভাব নেই।’

কেরি জানান, ‘সন্ত্রাসবাদ মোকাবেলায় ঢাকা এবং ওয়াশিংটন আরো জোরালোভাবে কাজ করবে।’

বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com