বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে দেশবিরোধী নানা অসম চুক্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন খালেদা জিয়া। এর বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতায় লিপ্ত দেশি-বিদেশি চিহ্নিত মহল। এখন দেশবিরোধী নানা অসম চুক্তির মহড়া চলছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য।’
২৬ মার্চকে জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালী দিন অভিহিত করে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে শুভেচ্ছা জানান বিএনপি নেত্রী।
স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ স্মরণ করি সেইসব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা, যাদের নয় মাস জীবন-মরণ লড়াইয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন।’
খালেদা জিয়া বলেন, ‘একটি শোষণ-বঞ্চনাহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে। নানা কারণে আমরা সে লক্ষ্যে অর্জনে সক্ষম হইনি। বারবার ফ্যাসিবাদী, স্বৈরাচারী শক্তি আমদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি।’
তিনি বলেন, ‘দেশি-বিদেশি চক্রান্তের ফলে আমদের গণতান্ত্রিক পথচলা বার বার হোঁচট খেয়েছে। বিঘ্নিত হয়েছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টা। দুর্বল করা হয়েছে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে।’
মহান স্বাধীনতা দিবসে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান বিএনপি প্রধান।
অপর এক বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলা৭১নিউজ/এইচবি