বাংলা৭১নিউজ,সিরাজগঞ্জ: আর ক’দিন বাদেই দেবী দুর্গা আসছেন মর্তলোকে। দেবীর আগমনকে ঘিরে তাই এখন ব্যস্ত সিরাজগঞ্জের পাল পাড়ার প্রতিমা তৈরির কারিগররা। দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না কারিগররা।
প্রতিমা তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের পালপাড়াগুলো। পূজা ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের। আর কাজের চাপ বেশি থাকায় পুরুষদের পাশাপাশি কাজ করছেন বাড়ীর মহিলারাও।
এখন চলছে খড় আর কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়।
তবে প্রতিমা তৈরির জন্য বাঁশ,খড়, মাটিসহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি প্রতিমার মূল্য। তবে আর্থিকভাবে লাভবান না হলেও পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা।
জেলা পূজা উদযাপন কমিটির নেতা অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস জানালেন, আসন্ন দুর্গাপূজার সব ধরনের প্রস্তুতির কাজ চলছে এখন। প্রতিমা তৈরির কারিগরদের পাশাপাশি পূজায় সার্বিক নিরাপত্তা দেয়ার কথা জানালেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
এবার সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় প্রায় ৫ শতাধিক পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদ।
বাংলা৭১নিউজ/এসএইস