কুমিল্লার দেবীদ্বারে ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াগাঁও কেন্দ্রের পাশে ৫ নম্বর ওয়ার্ডের মো. আ. হাকিম ও মো. আবু হানিফ নামের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় কেন্দ্রের বাইরে ৪/৫টি ককটেল বিস্ফোরিত হয় এবং কেন্দ্রের ভেতরে ফেলা একটি ককটেল অবিস্ফোরিত রয়ে যায়।
পরে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ অবিস্ফোরিত ককটেলটি বালতির পানিতে চুবিয়ে রাখেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এক নারী ভোটার ভয়ে অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন জানান, নোয়াগাঁও কেন্দ্রের বাহিরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের ভেতরে অবিস্ফোরিত যে বস্তুটি পাওয়া গেছে সেটা আতশবাজি না ককটেল তা আমি নিশ্চিত করে বলতে পারছি না, এটা পুলিশ বলতে পারবে।
বাংলা৭১নিউজ/এসএইচ