বাংলা৭১নিউজ ডেস্ক: দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ গাঁটছড়া বাঁধলেন ১৪ ও ১৫ নভেম্বরে। বুধবার দীপবীরের রিসেপশন হয়ে গেল বেঙ্গালুরুতে। একেবারেই ঘরোয়া রিসেপশন হলেও সেই ছবি দেখার জন্যই মুখিয়ে ছিলেন প্রত্যেকেই। দীপিকা রণবীরের রিসেপশনের ছবিও এ বার সামনে এল।
প্রথম ছবিটি রণবীর নিজেই অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।
দীপিকা-রণবীরের রিসেপশন হল বেঙ্গালুরুর লীলা প্যালেসে। প্রকৃত অর্থেই প্রাসাদ বলা যায় এই লীলা প্যালেসকে।সকাল থেকেই সাজানো শুরু হয়েছিল এই প্রাসাদ। গোলাপ দিয়ে সাজানো হয়েছিল দীপিকা আর রণবীরের বসার জায়গাটি।
স্ত্রী শাড়ির আঁচল সামলাতে পারছিলেন না বলে, রণবীরই এগিয়ে আসেন, সামলে দেন শাড়ি।
দীপিকা আর রণবীর পরস্পরের হাত ধরেই নেমে আসছিলেন সিঁড়ি দিয়ে। এর পর রিসেপশনের বসার জায়গায় দীপিকার হাত ধরে রণবীরের পোজ দেওয়ার পালা।
সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টাইলে সেজেছিলেন দীপিকা। মায়ের দেওয়া একটি সোনালি রঙের শাড়ি পরেছিলেন তিনি। এটি বেঙ্গালুরুর অঙ্গদি গালেরিয়া থেকে কেনা। রণবীর পরেছিলেন রোহিত বালের ডিজাইন করা একটি পোশাক। দীপিকা বেঁধেছিলেন খোঁপা। মাথায় ছিল জুঁই ফুল।
দীপিকার মা পরেছিলেন একটি লাল কাঞ্জিভরম। উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে দীপিকার পুষ্টিবিদ পূজা মাখিজাকে দেখা গিয়েছে এ দিনের রিসেপশনে।মায়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে দীপিকাকে। মুখে ছিল সেই ঝকঝকে হাসি। সেলফি তুলেছেন স্বামী রণবীর সিংহ ও বন্ধুদের সঙ্গেও।
একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও দক্ষিণ ভারতীয় ছবির জগতের নামী ব্যক্তিত্বদের আমন্ত্রণ ছিল এই রিসেপশনে। তবে তেমন কোনও ছবি প্রকাশ্যে আসেনি।
বাংলা৭১নিউজ/এস এইস