বাংলা৭১নিউজ,(দেওয়ানগঞ্জ)প্রতিনিধি: জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় বাজারে আগুনে ছয়টি বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার রাতে সীমান্তবর্তী এলাকা ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের দোকানে কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ মাসুদ জানান, স্থানীয় লোকজন পাথরেরচর বিজিবির সহযোগিতায় প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পরে পুরোপুরি আগুন নিভায়। এসময় আগুন নেভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বাংলা৭১নিউজ/এসআর