বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ ২০ কেজি করে চাউল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমল হক বাদশাসহ অন্যরা।
এরআগে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া পরবর্তীতে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন সঙ্গে তিন হাজার টাকা করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন গোলাম রাব্বানী এমপি।
বাংলা৭১নিউজ/জেএস