দুর্বৃত্তদের দেয়া আগুনে ময়মনসিংহের নান্দাইলে কৃষকের গোলা ভর্তি প্রায় ১০০ মণ ধান পুড়েছে। এ সময় বিভিন্ন জাতের শস্যও পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জব্বার বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। কিন্তু তারা আসতে অনেক দেরি করেছে। যে কারণে আমার সব শেষ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এই গ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা নিয়মিত জুয়া খেলতে আসে। এ ছাড়া মাদকসেবীরাও নিয়মিত আড্ডা দেয়। এরাই হয়তো চুরি করতে না পেরে আগুন লাগিয়ে চলে গেছে। আগুনে পুড়ে প্রায় আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
কৃষক জব্বারের ভাই নাজিমুদ্দিন মাষ্টার বলেন, ‘যে ঘরটিতে আগুন লেগেছে সেটা বিভিন্ন শস্য রাখার গোলাঘর। এটি সবসময় তালাবদ্ধ থাকে। ঘরটিতে প্রায় ৩০০ মণ ধান, চাল, মরিচ ও বাদাম ছিল। এর মধ্যে প্রায় ১০০ মণ ধানসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরটিতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই বা এর আশপাশে আগুন লাগার মতো কোনো উৎস নেই।’
স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম বলেন, ‘এখানে আগুন লাগার কোনো উৎস নেই। এই আগুন কেউ ইচ্ছা করে লাগিয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আ. মালেক বলেন, ‘এলাকায় প্রবেশের ভালো কোনো রাস্তা না থাকায় আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করেছি।’
বাংলা৭১নিউজ/পিকে