বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল খালা-ভাগ্নির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরেক নারী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খালা সুরমা বেগম ঘটনাস্থলে মারা যান। আর ভাগ্নি খাদিজা শনিবার দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর খাদিজার মা আঙ্গুরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সুরমা তার স্বামীর সঙ্গে বিরোধের কারণে গত ১০ দিন ধরে বড় বোন আঙ্গুরা বেগমের বাড়িতে ওঠেন। শুক্রবার রাতে খাবার পর তারা ঘুমিয়ে পড়েন। রাতে ওই ঘরের পেছন দিক দিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় লেপ-তোষকে আগুন ধরিয়ে দেয়।

ওই বাড়ির যুবক রাকিব জানান, রাত সাড়ে ১২টা থেকে সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে যান এবং তাদের হাসপাতালে ভর্তি করেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান রাকিব।

নিহত সুরমার মেঝবোন শাহিনুর ও ভাই মহিউদ্দিন জানান, সুরমার বাবার বাড়ি লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডের পন্ডিত বাড়ি। ছয় মাস আগে বোরহানউদ্দিন উপজেলার দেউলা এলাকার রফিকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এ নিয়ে কয়েকবার বিচার সালিশও হয়েছে। ১০ দিন আগে সুরমাকে বাড়িতে পাঠিয়ে দেন স্বামী রফিক। তিনি তখন বড়বোন আঙ্গুরার বাড়িতে ওঠেন। এই অগ্নিকা-ের সঙ্গে রফিক জড়িত বলে তারা দাবি করেন।

ভোলার সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার জানান, আগুনে দুইজনের মৃত্যু হয়েছে, আর আঙ্গুরা বেগম চিকিৎসাধীন। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

বাংলা৭১নিউজ/এম এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com