শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

‘দুর্নীতি দমন কমিশন কারও রক্তচক্ষুকে ভয় করে না’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ১৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, পাবনা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই দুর্নীতি দমন কমিশন কারও রক্তচক্ষুকে ভয় করে না। কোথাও দুর্নীতি হলে কিংবা কেউ দুর্নীতি করলে আমাদের জানান, আমরা অ্যাকশনে যাব।

সোমবার বেলা ১১টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের আয়োজনে গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, দেশ অনেক আগেই উন্নয়নশীল দেশ হতে পারত, কিন্তু দুর্নীতির কারণে হয়নি। দেশে সৎ মানুষ গড়তে, সততার দৃষ্টান্ত স্থাপন করতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে ২৬ হাজার সততা সংঘ গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে সততা স্টোর।

তিনি বলেন, আগামী ১০-১৫ বছর পর এই দেশের হাল ধরবে এখনকার শিক্ষার্থীরা। তাই তাদের মাঝে সততার বীজ বুনতে হবে। যার ফলস্বরূপ আগামীতে দেশে সৎ কর্মকর্তা তৈরি হবে, দুর্নীতি কমে যাবে অনেক।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, পাবনা জেলা দুদকের উপপরিচালক আবু বক্কার সিদ্দিক, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।

গণশুনানি চলাকালে উপজেলার ফৈলজানা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) শরিফুল ইসলাম জমির খাজনা খারিজ করে দেয়ার নাম করে ঘুষ নেয়ার অভিযোগে ঘুষের টাকা ফেরত দেয়া ও তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন দুদক কমিশনার।

এছাড়া চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পৌর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্তের আশ্বাস দেন দুদক কমিশনার।

অপরদিকে চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলী খাঁনকে ট্রেনের টিকিট নিজের কাছে রেখে বিক্রি করার অপরাধে শোকজ করার নির্দেশ দেয়া হয় উপস্থিত পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তাকে।

গণশুনানিতে চাটমোহর উপজেলা ভূমি অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, রেলওয়ে অফিস, সমাজসেবা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি অফিসের সেবাবঞ্চিত, হয়রানির শিকার মানুষ সরাসরি উপস্থিত থেকে এবং নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে লিখিত অভিযোগ তুলে ধরেন।

এ সময় সেখানে উপস্থিত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা সেসব অভিযোগের তাৎক্ষণিক জবাব দেন এবং কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান দেবেন তারও প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/বিকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com