বাংলা৭১নিউজ,(গাইবান্ধা)প্রতিনিধি: দুর্নীতি-লুটপাটসহ নানা অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে আগামী ১৬ অক্টোরের মধ্যে নতুন কর্মস্থল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিক কর্মবিমুখ (ষ্ট্যান্ড রিলিজ) করা হবে বলেও আদেশপত্রে উল্লেখ করা হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-সচিব (উপ-পরিচালক, প্রশাসন-২) লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলহাজ মো. ইদ্রিস আলী।
তিনি বলেন, ‘জনস্বার্থ ও প্রশাসনিক কারণে পিআইও নুরুন্নবীকে সুন্দরগঞ্জ থেকে বদলি করে চট্টগ্রামের সন্দ্বীপে যোগদানের আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর’।
গত ৫ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বক্তব্য নিতে গিয়ে পিআইও নূরুন্নবীর তোপের মুখে পড়েন স্থানীয় কয়েকজন সংবাদকর্মী। পরের দিন (৬ সেপ্টেম্বর) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ওই দিনের ভিডিও প্রচারের পর তার খুঁটির জোর নিয়ে তোলপাড় ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
জানা গেছে ২০১৫ সালে সুন্দরগঞ্জে পিআইও হিসেবে যোগ দেয়ার পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েন নুরুন্নবী। ২০১৫-১৬ অর্থ বছরে তার বিরুদ্ধে তদন্তে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রমাণ পায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। এ কারণে ২০১৬-২০১৭ ও ২০১৮ অর্থ বছরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চারটি ও ঘুষ গ্রহণের অভিযোগে স্থানীয় এক ঠিকাদারের দায়ের করা একটি মামলা বর্তমানে আদালতে বিচারধীন আছে। দুর্নীতি ও মামলার কারণে তাকে বদলিও করা হয়। কিন্তু আদালতে মামলা করে সেই বদলির আদেশ ঠেকান নুরুন্নবী।
এরপর থেকে আরও বেপরোয়া অনিয়ম-দুর্নীতি, লুটপাট এবং ক্ষমতার দম্ভসহ বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হচ্ছিলেন তিনি।
বাংলা৭১নিউজ/পিআর