বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দুর্নীতি অনিয়ম না করার শপথ নিলেন সরকারি কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জন প্রতিনিধিরা।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে উপজেলা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক সবাই একসাথে দুর্নীতি অনিয়ম না করার শপথ নেয় ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম আজিজুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, দুর্নীতি কমিটির সাধারন সম্পাদক মোঃ আল আলিমুল রাজীব প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস