শনিবার, ০৬ জুলাই ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা

‘দুর্নীতিবাজদের বয়কট না করলে দেশ দুর্নীতিমুক্ত হবে না’

বরিশাল প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। বঙ্গবন্ধু এক ভাষণে বলেছিলেন আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে, লোভ-লালসা থেকে দূরে থাকতে হবে এবং রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

রোববার (১৮ জুন) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণশুনানি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতির বৈশ্বিক সূচি পর্যালোচনা করলে দেখা যায় আমরা অবস্থার উন্নতি করছি। আমরা দুর্নীতিগ্রস্ত তালিকার নিচের দিকে রয়েছি। আমাদের ভিশন ২০৪০ সালের দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হওয়া। দুর্নীতি বন্ধ না করতে পারলে সেই রূপকল্প বাস্তবায়ন হবে কিনা আমি সন্দিহান।

ড. মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিকভাবে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। তুই দুর্নীতিবাজ বলা শিখতে হবে। শুধু অপরকে নয় নিজেদেরও সংশোধন হতে হবে। আমি নাম বলতে চাই না তাহলে অনেকে বিব্রত হবেন। অনেক দপ্তরই আছে যেগুলোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এজন্য অপরকে দুর্নীতিবাজ বলার আগে নিজের দুর্নীতির চর্চা বন্ধ করতে হবে। দুর্নীতিবাজদের যদি সামাজিকভাবে বয়কট না করেন তাহলে দুর্নীতিমুক্ত হতে পারবেন না।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সমাজে একটি পরিবেশ তৈরি করতে হবে। অনেকেই বলেন, অমুক কর্মকর্তা ঘুষ নেন না। তখন পাল্টা প্রশ্ন ওঠে কত দিলে নেন? এমন আবহ তৈরি করতে হবে যেন মানুষ বলে উনি ঘুষ নেন না।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।

এর আগে শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে সাধারণ মানুষের অংশগ্রহণে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com