পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। দুর্গম চরাঞ্চলে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমেই বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন। যার উদাহরণ কাচিকাটা চরআত্রা ও নওপাড়া ইউনিয়নগুলোর বিদ্যুতায়ন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের সাব মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। মানুষ বিদ্যুৎ পায়নি তখন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল যা মানুষ ভোলে নাই। এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার বিএনপিকে আর দেশের মানুষ কখনই রাষ্ট্র ক্ষমতায় আনবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ ও মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের পল্লী বিদ্যুতের কর্মকর্তারাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম