বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আলগী গ্রামের আঃ খালেক মৃধার বাড়িতে এ অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে। এতে নগদ ৩লক্ষ টাকা,স্বর্ণালংকার অন্যান্য মালামালসহ অন্তত: ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দুপুর ১২ টার দিকে আকস্মিক অগুন লেগে মুহুর্তেই পুরো ঘর ছড়িয়ে পড়ে। ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এলেও আগুনের কাছে যেতে পারেনি। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে বসতঘর মালামাল পুরো ছাঁই হয়ে যায়। রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা ফায়ার ব্রিগেট টিমের। তবে অল্প সময়ের ভিতরেই দ্রুত আগুন ছড়িয়ে মুহুর্তে পুরোঘর পুরে ছাই হয়ে যায় ।
বাংলা৭১নিউজ/জেএস