হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস কতৃর্পক্ষ।
তারা জানায়, গতকাল রাত ১১টায় দুবাই যাত্রী লুৎফর রহমান মুন্সীকে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
স্বর্ণের বারসহ যাত্রীকে আটকের ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং এ বিষয়ে ফৌজদারী আইনে মামলা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/এমএস