আজ মঙ্গলবার (২১ জুন) বিকেলে রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালিয়াকৈর থেকে কোনাবাড়ী ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তার উভয় পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
বাংলা৭১নিউজ/এসএস