মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হবে।
বিএনপিকে শোভাযাত্রা করার মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানিয়েছেন।
বিজয় দিবসে শোভাযাত্রা করতে এর আগে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ডিএমপি সদরদপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং আবেদনের কপি হস্তান্তর করেন।
তখন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা করতে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সে সময়ে ডিএমপির পক্ষ থেকে অনুমতির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে, সকালে বিজয় শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম ব্যবহার করার জন্য একটি মিনি পিকাপ ও ২০টি মাইক আনা হয়েছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিএনপি কার্যালয়ের আশপাশের এলাকায়।
বাংলা৭১নিউজ/এসএইচ