বাংলা৭১নিউজ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জঙ্গলের একটি গর্ত থেকে নুপুর (০৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের ফকিরপাড়া (২নং গেট) ডিসি পার্ক এলাকায় জঙ্গলের গর্তের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নুপুর পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে ফকিরপাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া ছিল তারা। হারুনুর রশিদ একজন রিকশাচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নুপুর। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না গেলে সদর থানায় সাধারণ ডায়রি করে পরিবার। রাতে স্থানীয়রা ডিসি পার্কের পাশে শিশুটির মরদেহ একটি গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে হত্যাকাণ্ডের রহস্য। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস