জাতীয় নির্বাচনের সময় যত ঘনাচ্ছে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিও তত বাড়ছে। বিশেষত, বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নিয়মিত কর্মসূচি দিচ্ছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখার পাশাপাশি নিজেদের শক্তিরও জানান দেওয়া হচ্ছে এসব কর্মসূচির মধ্য দিয়ে।
এরই ধারাবাহিকতায় রাজধানীতে আজ পৃথক চারটি স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। এরমধ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ আর বিএনপির সমাবেশ হবে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে পৃথক সমাবেশ হবে।
এদিন বিকেল তিনটায় পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বেলা আড়াইটায় আমিনবাজার এলাকায় সমাবেশ করা হবে।
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় গত ১২ জুলাই এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এরপর থেকে এক দফা দাবি আদায়ে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে দলটি। এসব কর্মসূচিতে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও সংহতি জানাচ্ছে।
বিএনপি বলছে, দেশে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ কারণে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। তবে সরকার তথা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
বাংলা৭১নিউজ/এআর