দুর্নীতি দমন কমিশনে (দুদক) এক মাস সময় চেয়ে আবেদন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর (অনুসন্ধান ও তদন্ত) বরাবর চিঠি দিয়ে সময়ের আবেদন করেন তিনি।
চিঠিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, গত ১৬ মে আপনার (মো. আলী আকবর, উপ-পরিচালক, দুদক) সই করা দুটি নোটিশ গ্রহণ করি। নোটিশে আমাকে আগামী ২১ মে সকাল ১০টায় সংশ্লিষ্ট অভিযোগের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়।
এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে যথাযথ প্রস্তুতি নিয়ে আনীত অভিযোগের ব্যাপারে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল বা বক্তব্য দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। যথাযথ দফাওয়ারি জবাব দাখিল বা বক্তব্য দেওয়ার জন্য আমার এক মাস সময় প্রয়োজন।’
এর আগে, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান কর্মকর্তা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আগামী ২২ মে তলব করে। দুদক কার্যালয়ে তাকে সশরীরে হাজির হতে বলা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ