সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’ কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন

দু’দফা গ্রীনলাইন লঞ্চের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগ চরমে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা থেকে ৫৬৮ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুত গতি সম্পন্ন গ্রীনলাইনের একটি লঞ্চ দুইবার ইঞ্জিন বিকল হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে এসে লঞ্চটি সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকল হয়ে পড়ে। পরে ঝুঁকি নিয়ে একটি ইঞ্জিন দিয়েই বাকি পথ যাত্রা করে। বাকিটা দুপুর ১ টার দিকে বরিশালের হিজলা এলাকায় গিয়ে বিকল হয়ে পড়ে। এই ঘটনায় খাদ্য সংকটসহ কর্তৃপক্ষ বিকল্প কোনো লঞ্চ না পাঠানোয় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বরিশাল থেকে ছেড়ে ঢাকায় আসার পথে আজও লঞ্চটির একটি ইঞ্জিন বিকল হয়।
যাত্রীদের অভিযোগ প্রায় প্রতিদিনই গ্রীনলাইনের কোনো না কোনো লঞ্চের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে। সামাণ্য মেরামত করে আবার সেগুলো বহরে যোগ করায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আনোয়ার হোসেন নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, দ্রুত গতির ও উন্নত সেবা নিয়ে গ্রীনলাইন চালু হলেও কিছুদিন ধরে লঞ্চটি বাজে সার্ভিস দিচ্ছে। প্রায়ই মাঝ নদীতে লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সাধারণত লঞ্চ দুইটি ইঞ্জিন নিয়ে যাত্রা করে। কিন্তু শুক্রবার সকালে ছেড়ে আসার আধা ঘন্টা পর একটি ইঞ্জিন বিকল হলেও বিকল্প লঞ্চ দেয়নি কর্তৃপক্ষ। বরং ভাড়া আদায়ের আশায় বাকি একটি ইঞ্জিন দিয়ে ঝুঁকি নিয়ে লঞ্চটি যাত্রা করে। এতে ব্যালেন্স না রাখতে পারায় আবার বিকল হয়ে পড়ে। এখন লাইনে রাতে চলাচলকারী লঞ্চ অথবা এলাকায় চলাচলকারী ছোট লঞ্চ দিয়ে এসব যাত্রী বরিশাল পৌঁছানোর কথা বলছে। যোগাযোগ করা হলে গ্রীনলাইনের মালিক মো. আলাউদ্দিন জানান, বিকাল সাড়ে তিনটার আগে দুটি ও ৪ টার দিতে একটি মোট তিনটি ছোট লঞ্চ পাঠিয়েছি যাত্রীদের উদ্ধার করে বরিশাল পৌছে দেয়ার জন্য। হিজলা এলাকায় নদীতে পানি কম থাকায় জাহাজের পাখা ভেঙ্গে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যথা সম্ভব দ্রুত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছি। তিনি বলেন, আজ ওই লঞ্চটি রাত ১০ টায় সদরঘাট পৌছানোর কথা থাকলেও একটি ইঞ্জিন বিকল হয়। এতে ২ ঘন্টা দেরিতে সদরঘাটে পৌঁছায়। পরে যাত্রীদের ভোগান্তি লাঘবে সদরঘাট থেকে একটি গাড়ি যোগে যাত্রীদের বাসায় বাসায় পৌঁছে দেয়া হয়েছিল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com