বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলিসহ ওমর আলী (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তি হল উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের মনিরুল ইসলামের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রার লীডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দুইটার দিকে কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের চামাবাজার-চৌধুরীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর একটি অটোরিকশায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলিসহ ওমর আলীকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস