বাংলা৭১নিউজ,ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার কোনো রাজনীতি করছে না।
আজ বুধবার রাজধানীর হাতিরঝিলে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সরকার খালেদা জিয়াকে জীবিত মুক্ত হতে দেবে না- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে কাদের বলেন, দেখুন বেগম জিয়ার বয়স হয়েছে, হায়াত তো জন্মের সময় নির্ধারণ হয়ে যায়। এটা পবিত্র কোরআন শরিফেই লেখা আছে। আওয়ামী লীগ কখনও এমন নোংরা রাজনীতি করেনি, করবেও না। তাদের (বিএনপি) নেত্রীকে (খালেদা জিয়া) তারা আন্দোলন করে মুক্ত করবে! করুক না।
খুলনা এবং গাজীপুর সিটি করপোরেশনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনী এললাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখন তাদের। এরপরও সরকারের যদি কিছু করার থাকে সরকার তা করতে সংকোচ করবে না।
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা তো বাংলাদেশে অনেক দিন ক্ষমতায় ছিলেন। আপনাদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোন নির্বাচনে, কবে আপনারা সেনাবাহিনী নিয়োগ করেছিলেন। নিজেরা যেটা করেননি, সে উপদেশ এখন ক্ষমতায় না থেকে কেন দিচ্ছেন?
ওবায়দুল কাদের বলেন, যাক এসব প্রশ্নের জবাব আমি দেবো না। এসব প্রশ্নের জবাব ইলেকশন কমিশন দেবে। তবে, খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবি অযৌক্তিক।
সড়কে দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অ্যাক্সিডেন্টের হার ইদানিং অনেক বেড়ে গেছে। তবে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে শুধু চালকরাই দায়ী নয়, পথচারীরাও সমানভাবে দায়ী।
যে সকল ভিআইপি এবং মন্ত্রীরা উল্টো পথে গাড়ি চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এখন তারা বুঝছেন না, দুদক ধরলে বুঝবে।
বাংলা৭১নিউজ/জেএস