বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হারুনের দেশত্যাগ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা ডিম-পেঁয়াজ-আলুর দাম কিছুটা কমেছে: বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসার ভেতরে, ১৪ শিক্ষার্থী আহত দুই কোটির ব্যবসায় ১৫১ কোটি টাকা ঋণ, এস আলমের মাসুদের ঘাড়ে দায় গোলান মালভূমিতে হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ ঢামেক হাসপাতালে টাকা চুরির অভিযোগে নারীসহ আটক ২ মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে নিহত ১, ৬০ জেলেকে অপহরণ টিসিবির কার্ড নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলি পাবিপ্রবিতে ছয় সহকারী প্রক্টর ও ১১ ছাত্র উপদেষ্টা নিয়োগ আবু সাঈদের দুই ভাইকে চাকরি দিল বসুন্ধরা গ্রুপ গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ ওসি মনিরের সম্পদের পাহাড় কারাগারে সাবেক এমপি বোমা মানিক গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার এক ব্যক্তি টাঙ্গাইলে সড়কের পাশে পড়ে ছিল মাংস ব্যবসায়ীর মরদেহ

দুই সপ্তাহ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৪ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সমাধি সৌধের ফটকের সামনে এ সংক্রান্ত একটি ব্যানার টাঙানো হয়েছে।

তাতে লেখা রয়েছে ‘২৮ জানুয়ারি সকাল থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। আদেশক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’।

জাতির পিতার সমাধি সৌধের কিউরেটর মো. নুরুল ইসলাম জানিয়েছেন, জাতির পিতার সমাধিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড় থাকে। কিন্তু করোনাভাইরাসের অবনতির কারণে ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার দুই সপ্তাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে আবার কার্যক্রম সচল হবে।

এদিকে হঠাৎ করে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বঙ্গবন্ধুপ্রেমীরা গেটের সামনে ভিড় করছেন। ভেতরে ঢুকতে না পেরে কেউ কেউ গেটের বাইরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করছেন।

ঝিনাইদহ থেকে আসা নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, আজ সরকারি ছুটির দিন। তাই ভোর ৬টায় ছেলে-মেয়ে নিয়ে জাতির পিতার সমাধিতে এসেছি। এসে দেখি সমাধিতে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। মনটা ভেঙে গেছে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার প্রবেশাধিকার তুলে নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com