বাংলা৭১নিউজ,ওসমানীনগর (সিলেট) : সিলেটের ওসমানীনগরে চাঞ্চল্যকর দুই সন্তান হত্যাকারী পলাতক সেই ঘাতক পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
আজ ভোর সাড়ে ৭টার দিকে উপজেলার চিন্তামনি দরগাবন্দ এলাকা থেকে দুই সন্তান হন্তারক পিতা ছাতিরকে আটক করা হয়। পরে পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক ছাতির মিয়া তার দুই ছেলেকে যে স্থানে হত্যা করেছিল ঠিক তার অল্প দুরে ধান ক্ষেতে লুকিয়ে ছিল। সেখান থেকে বের হয়ে আজ ভোরে এলাকা ত্যাগ করার করার সময় স্থানীয়রা তাকে দেখে আটক করে পুলিশ খবর দেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ হাতে সুপারি শলা দিয়ে খুচিয়ে খুচিয়ে সন্তান রুজেল ও মামুনকে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক পিতা ছাতির।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কি কারণে দুই সন্তানকে ছাতির হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান ওসি।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে চিন্তামনি দরগাবন্দ এলাকায় দুই সন্তানকে নিয়ে মাছ ধরতে যায় ছাতির আলী। সেখানেই তাদের হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় এই ঘাতক পিতা।
পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে রাত ৯টায় পুলিশ এসে দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।
বাংলা৭১নিউজ/এম