এবি ব্যাংক পিএলসি নতুন দিন গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারীতে দুই শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নিজস্ব তত্ত্বাবধানে ডেবিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।
সম্প্রতি এবি ব্যাংকের হাটহাজারী শাখায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির অন্যান্য কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএম