বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম।দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।
তিনি ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।
সিঙ্গাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি আসন নিয়ে মানিকগঞ্জ-২ নির্বাচনী এলাকা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫। সব কেন্দ্রেরই ফল ঘোষণা করা হয়েছে।
মানিকগঞ্জ-২ আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ফেরদৌস আহমেদ আসিফ।
এর আগে ২০১৪ সালের নির্বাচনেও জয়ী হন মমতাজ বেগম। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস