বাংলা৭১নিউজ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে চালকলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার অপরাধে দুই রাইসমিল মালিকের ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এগুলো হলো- সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় দোলা রাইস মিল মালিক সাহার আলীর ৭ হাজার ও লোকমান সাটার মিল মালিক লোকমানকে ৭হাজার টাকা জরিমানাসহ মিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
মদ পান করার আপরাধে সাজা
বগুড়ার সান্তাহারে মদ পান করার আপরাধে শকিল আহমেদ (২৭) নামের এক ব্যাক্তিকে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যে ১০দিন সাজা প্রদান কর হয়।
সোমবার দিবাগত রাত ৮ টারদিকে শহরের মালগুদাম এলাকায় মদ্যপান করে ঘোরাফেরা করার সময় স্থানীয় রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ভ্য্যাম্যমান আদালতের মাধ্যেমে তাকে ১০দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী আফিসার সাদেকুর রহমান এই রায় দেন।
বাংলা৭১নিউজ/জেএস