বাংলা৭১নিউজ, ডেস্ক: কথাবার্তা সব ঠিক করাই ছিল বাকী ছিল সেইন্টফিটের সম্মতি। সেটিও জানিয়ে দিলেন তিনি। আগামী ১২ জুলাই মঙ্গলবার ঢাকায় এসেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষে দেশে ফিরে গিয়ে চূড়ান্ত সম্মতি জানান তিনি।
আগামী ৬ সেপ্টেম্বর এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে ভূটানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ১১ অক্টোবর ফিরতি ম্যাচে ভূটানে যাবে মামুনুলরা। আপাতত শুধু এই দু’ম্যাচের জন্যেই নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ঢাকায় নামার সঙ্গে সঙ্গে সেইটফিটের হাতে জাতীয় দল তুলে দিতে আমরা তৈরি। ১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলারও চিন্তা ভাবনা করছি। তবে ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছে না। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে টোগো, নামিবিয়া, জিম্বাবুয়ে, ইয়েমেনের মত দলের কোচ হিসেবে কাজ করেছেন সেইন্টফিট। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও দক্ষিণ এশিয়ায় কাজ করার কোন অভিজ্ঞতা নেই তার। ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন মধ্য প্রাচ্য ও আফ্রিকায়। বাংলাদেশকে ভুটানের বিপক্ষে জেতাতে পারলে বাফুফে সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে।
বাংলা৭১নিউজ/সিএইস