বাংলা৭১নিউজ, ঢাকা: নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়। উৎপলের পরিবার ও বন্ধুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল আলম বলেন, ‘সাংবাদিক উৎপল দাস আমাদের এখানে আছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আধুরিয়া গ্রামের শাহজালাল পেট্রল পাম্পের সামনে কে বা কারা তাকে নামিয়ে দিয়ে যায়।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মোস্তাফিজুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে আলাপ করছি।’
মঙ্গলবার রাতে উৎপলের বোন বিনীতা রানী দাস বলেন, ‘মঙ্গলবার রাত ১২টার দিকে ওর (উৎপল) সঙ্গে মায়ের কথা হয়েছে। ও বলছে বাড়িতে আসছে।’
উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, ‘উৎপলের সঙ্গে ওর মায়ের কথা হয়েছে। বলেছে মা আমি বাড়িতে আসছি। রুপগঞ্জে আছি, গাড়ি পাচ্ছি না। সে এতদিন কোথায় ছিল বা কে ধরেছিল এসব আমরা জানি না। আমরা ছেলেকে ফিরে পেয়েছি। এই আমাদের বড় পাওয়া।’
উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজীব আহমেদও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উৎপলকে পাওয়া গেছে। আমার সঙ্গে কথা হয়েছে। সে এখন বাড়ির পথে। কেউ তাকে সেখানে রেখে গিয়েছিল।
এর আগে উৎপলের সহকর্মী-বন্ধুরা তার ভাইবার সচল হওয়ার নোটিফিকেশন পান মোবাইল ফোনে। এরপর বেশ কয়েকজন সহকর্মী-বন্ধুর সঙ্গেও উৎপলের কথাও হয় জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।
সাংবাদিক পাভেল হায়দার চৌধুরী বলেন, ‘আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে।
নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।
বাংলা৭১নিউজ/এসএস