বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীসহ ৫ যুবককে আটক করেছে ।
জানা গেছে, শুক্রবার দুপুরে কাশিপুর ক্যাম্পের হাবিলদার ছাইফুল ইসলামের নের্তৃত্বে বিজিবির সদস্যরা উপজেলার ধর্মপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেন্সিডিল ও ওয়ালটন কোম্পানির ১১০ সিসির একটি পুরাতন মোটর সাইকেলসহ ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামের মৃত উত্তয় আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩০) ও কুড়িগ্রাম সদর উপজেলার গোরস্থান পাড়ার জুলফিকার জামালের ছেলে ইবনেসিনা লহিদ (৩১) কে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সন্ধায় আটক ওই দুই যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
ওই সময় তাদের কাছ থেকে জব্দকৃত গাঁজা,ফেন্সিডিল ও মোটর সাইকেলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬ হাজার ৫৭৫ টাকা ।
অপর দিকে শুক্রবার সন্ধায় ফুলবাড়ী থানার এস আই মহুবর রহমানের নের্তৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার পানিমাছকুটি সীমান্ত এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরার অপরাধে রংপুর কোতয়ালী থানার জুম্মার পাড় এলাকা থেকে মান্নান মিয়ার ছেলে রাসেল মিয়া (৩২),মৃত মফিজ উদ্দিনের ছেলে মামুদ মিয়া (৩৪) ও আব্দুল আলীর ছেলে হানিফ উদ্দিন (২৭) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এস আই শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস