বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে যাত্রীবাহী দুটি বাসের পাল্লা দেয়ার সময় বাসচাপায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় সোমবার (১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- মো. ইউসুফ (৩৫)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর এলাকার আব্দুল লতিফের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আগে যাত্রী ওঠানোর জন্য দুই বাসের প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে কালুরঘাট থেকে কোতোয়ালি রুটে চলাচলকারী ১ নম্বর বাস একই রুটের অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিল। এ সময় বেপরোয়া গতিতে বামপাশ দিয়ে ওভারটেক করতে গেলে ইউসুফ চাপা পড়ে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/কে এইচ