বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: ভারতে ২ বছর কারাভোগের পর ২ শিশু ও ১৭ বাংলাদেশী নারীকে আজ শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ইমিগ্রেশন পুলিশের কাছে হ¯তাšতর করেছে ভারতীয় পুলিশ। দুই বছর আগে ভালো চাকুরীর আশায় ভারতে গিয়ে বোম্বে শহর থেকে পুলিশ’র হাতে আটক হয় তারা। ২ বছর সাজা হওয়ার পর তাদের পাঠনো হয় জেল হাজাতে।
পরে মোম্বাই ‘লিলুয়া শেল্টার হোম’ নামে একটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের নিয়ে যায় নিজেদের হেফাজতে। ফেরত আসা নারীরা হলো- ফেরত আসারা নারী শিশুরা হলো- এরা হলো অনিমা দাস (১৮),ময়ূরী(১৭),সোনিয়া (১৯),পাপিয়া(১৭),মুক্তাখাতুন(১৯),লিজাখাতুন(১৮),সুর্বনা(১৯),সালমা(১৯),রুনা(১৮),রিমা(১৭),মারূফা,(১৮)সাকিলা(১৮)জোসনা(১৭ )রাবেয়া(১৮)পাপিয়া(১৭) শাহিদা(২০)ও রহিমা খাতুন (১৭) এদের বাড়ী বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
সাজার মেয়াদ শেষে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্থক্ষেপে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনের মাধ্যমে তাদরকে দেশে ফেরত আনা হয়।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশী নারী শিশুদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস