নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চালক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী বখশের ছেলে শাহিনুর রহমান (২৮) ও চালকের সহকারী একই উপজেলার অচিন্তপুর গ্রামের জসীম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ জানান, ভোরে কারবালা এলাকায় রাজশাহী থেকে ঝিনাইদহগামী বালুবোঝাই ধীরগতির একটি ট্রাককে (কুষ্টিয়া-ট-১১-১৫৭৪) একই দিক থেকে আসা দ্রুতগতির অপর ট্রাকটি (ঝিনাইদহ ১ ১১-১৪৮১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ