বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরে রাসেল ওরফে তামিম ও মোজাম্মেল নামে ২ জেএমবি সদস্যকে ২০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম সন্ত্রাস বিরোধী আইন ও সন্ত্রাস মূলক কর্মকান্ডের পৃথক ধারায় তাদের ২০ বছর করে কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১৪ জুলাই নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে একটি পিস্তল, জেএমবির বিভিন্ন ডকুমেন্ট ও নগদ টাকা সহ রাসেল ওরফে তামিম ও মোজাম্মেল হোসেনকে আটক করে র্যাব-০৫। এ ঘটনায় তাদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ ওই দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয়। আদালত সাক্ষ্য প্রমান শেষে এ রায় দেন। রায়ের সময় অভিযুক্ত দুইজনই আদালতে উপস্থিত ছিলেন।
২৬ জনকে ৬ মাস করে করাদণ্ড
নাটোরে ২৩ মাদক সেবী ও পাসপোর্ট অফিসের ৩ দালাল সহ ২৬ জনকে ৬ মাস করে করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, তাদের একটি দল মঙ্গলবার সকাল থেকে নাটোর শহরের রেল স্টেশন বস্তিতে অভিযান চালিয়ে ২৩জন মাদক সেবীকে আটক করে। এছাড়া দুপুরে র্যাবের দলটি নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী আটককৃত ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস