বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বগুড়ার সান্তাহারের তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। আখেরী মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মূখরিত হয়ে উঠে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা মাঠ ও ইজতেমা মাঠ আশপাশ এলাকা। া। আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার ফজরের নামাজের পর থেকে ইজতেমা মাঠের আশপাশ এলাকার গ্রাম ও দুর-দুরান্ত থেকে ধর্মপ্রান মানুষ ইজতেমা প্রঙ্গনে আসতে থাকে।
বেলা বারার সাথে সাথে শহরের নাটোর বাইপাস সড়কের পার্শ্বে দোগাছি ইজতেমা মাঠের প্যান্ডেল ও আশপাশ এলাকা ভরে যায। ইজতেমা মাঠও আশপাশ এলাকা এবং আশেপাশের বাড়ীর ছাদে তিল ধারনের মতও জায়গাছিল না। বেলা ১১৪৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পযর্ন্ত দীর্ঘ ৩০ মিনিট আখেরী মোনাজাতে নিজেদের গুনাহ মাফের আল্লাহর কাছে দুহাত তুলে কান্নায় ভেঙ্গে মুসল্লিররা। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মার্কসের সুরা সদস্য মুরব্বি মাওলানা রবিউল হক।
নারী পুরুষসহ প্রায় দেড় লক্ষাধিক মানূষ আখেরী মোনাজাতে অংশ নিয়েছে বলে আয়োজক সুত্রে জানাগেছে। ইজতেমা মাঠে বৃহস্পতিবার ও শুক্রবার গত দুইদিনে নওগাঁর মহাদেবপুরের শরিফুল (৪৫) সহ ২ জনের মূত্যুর খবর পাওয়া গেছে।
বাংলা৭১নিউজ/জেএস