বাংলা৭১নিউজ, গাজীপুর/টাঙ্গাইল: গাজীপুর ও টাঙ্গাইলে দুই জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছেন।
আজ শনিবার গাজীপুর সদরের হারিনাল ও টাঙ্গাইল সদরের কাগমারা এলাকার দুটি বাড়িতে এই অভিযান চালানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানানো যায়নি।
গাজীপুরের অভিযানের ব্যাপারে র্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল মুফতি মাহমুদ খান জানান, কয়েকজন জঙ্গি বাড়িটিতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ভোরে বাড়িটি ঘিরে ফেলে র্যাব ও পুলিশ।
পরে সকাল আটটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাড়িটিতে অভিযান শুরু করে। দরজা ভেঙে একটি কক্ষে ঢোকার চেষ্টা করলে জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয়।
অভিযানের সময় বিপুল সংখ্যক বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান। সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানান, একতলা ওই বাড়ির মালিকের নাম আতাউর রহমান। তিনি সপরিবারে ঢাকায় থাকেন। মাস দুয়েক আগে নির্মাণকাজ শেষ হওয়ার পর বাড়িটিতে তিনটি পরিবারকে ভাড়া দেন তিনি।
টাঙ্গাইলের অভিযানের ব্যাপারে র্যাব-১২ এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামে তিনতলা একটি বাসায় জঙ্গি আস্তানার খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের গুলিতে দুই জঙ্গি নিহত হয়। দুপুর ১২টায় শেখ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, কয়েকমাস আগে এই বাসায় ভাড়া নেয় তিন যুবক। তাদের বাড়ি বগুড়ায় বলে স্থানীয়রা জানায়।
তারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত এমন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানোর সময় দুইজন নিহত হয়। নিহতরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত র্যাবের এই কর্মকর্তা তা জানাননি।
বাংলা৭১নিউজ/আরএস/জিএম/এসএ