বাংলা৭১নিউজ, ঢাকা: প্রস্তাবিত বাজেটে যাদের নিজ নামে দুটি গাড়ি রয়েছে ও সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহ সম্পত্তি আছে তাদের সারচার্জের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
এ ছাড়া করমুক্ত আয়ের সাধারণ সীমা আগের মতোই আড়াই লাখেই অপরিবর্তিত রাখা হয়েছে। নারী ও ৬৫ বছরের ওপরে বয়সের করদাতার কর মুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকাই থাকছে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজারে অপরিবর্তিত রয়েছে।
আড়াই লাখ টাকার পর ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, পরবর্তী ৬ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ ও পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ ও ৩০ লাখের ওপরে মোট আয়ের ওপর ৩০ শতাংশ কর থাকছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস