বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ এরশাদ গাজী (৪৬) ও বিবি আয়শা (৩৫) নামের দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এসআই আলমগীর, এসআই পার্থ, এএসআই সঞ্জয়, এএসআই হাবিব অভিযান চালিয়ে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের এরশাাদ গাজীর বসত ঘর থেকে মঙ্গলবার অনুমানিক ভোর রাত ৪টার সময় এরশাদ গাজী ও বিবি আয়শাকে আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন পালিয়ে যায়। পলাতকরা হল, মন্নান মুন্সি, নশা মৃধা ও শাহাবুদ্ধিন। এঘটনায় এসআই আলমগীর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রক আইনে ৫ জনকে আসামী করে একটি মামলা করেছে।
বাংলা৭১নিউজ/জেএস