বাংলা৭১নিউজ,( ময়মনসিংহ) প্রতিনিধি:দুইদিনের ব্যবধানে ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। অগ্নিকাণ্ডের পর থেকে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এরপর দুপর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
বাংলা৭১নিউজ/এবি