বাংলা৭১নিউজ,ঢাকা: নির্বাচনের সময় শেষ হওয়ার পূর্বেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগের মিছিল বের হয়। মিছিলটি হয় দুপুর দেড়টার দিকে। এসময় নির্বাচনে ভোট দিতে আসা ভোটাররা বাধার সম্মুখীন হন। মিছিলের জন্য ভোট গ্রহণ বন্ধ থকে প্রায় ২০ মিনিট ৷
এছাড়া কেন্দ্রের বাইরে কয়েকশ লোকের লাইন থাকলেও দুইটা বাজার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যায়। এ সময় হলের প্রাধ্যক্ষ জিয়াউর রহমান পাশে দাঁড়িয়ে বলতে থাকেন যা হওয়ার তাই হয়েছে। এখন মিছিল বন্ধ করো।
নির্বাচনী সময় শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট পূর্বে ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ও হল নেতারা পূর্বের ন্যায় ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দেয়। এরপর সময় শেষ হওয়ার আগেই গেট বন্ধ করে দেয়া হয়। লাইনে দাঁড়ানো ভোটারদের অধিকাংশের আগে ভোট দেয়া হয়ে গেছে।
এরমধ্যে সাধারণ ভোটার নেই বলে জানান লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভোটার।
বাংলা৭১নিউজ/এমএইচ