বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হিন্দুরা নয়, আগস্টের পর ভারতে বেশি গেছেন মুসলিমরা বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ইইউতে ফিরতে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তুরস্ক ২০২৪ সালে গণপিটুনিতে নিহত ১২৮ জন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ভূমি বিষয়ক সকল হয়রানি দূর করার অঙ্গীকার ভূমি মন্ত্রণালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেফতার নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের

দীর্ঘ মানব জিন্নাত আলী পেলেন প্রধানন্ত্রীর বিশেষ উপহার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি: দেশের দীর্ঘ মানব জিন্নাত আলীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে মেসার্স জিন্নাত আলী স্টোরের চাবি, বিক্রয়সামগ্রী ও দলিল হস্তান্তর করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জিন্নাত আলী দেশের সম্পদ। তার প্রতি সবার সুদৃষ্টি রয়েছে। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। সেই বিবেচনায় দোকান ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জমি বন্দোবস্ত করে তাকে বাড়ি করে দেয়া হয়েছে। পাশাপাশি একটি দোকান, দোকান পরিচালনার জন্য আর্থিক সাহায্য, তার চিকিৎসা ও জীবনযাত্রার জন্য অনুদান চেক প্রদান করা হয়েছে।

দীর্ঘ মানব জিন্নাত আলী বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমার (জিন্নাত) কৃতজ্ঞতার শেষ নেই। জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সহযোগিতায় প্রধানমন্ত্রী আমাকে যা দিয়েছেন- তা আমি জীবনে কল্পনাও করি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও স্থানীয় সাংবাদিক  কাছে চিরঋণী হয়ে থাকব।

এদিকে দোকান বুঝিয়ে দেওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসক প্রথম ক্রেতা হন দীর্ঘ মানব জিন্নাত আলী স্টোরের। জিন্নাত আলী জেলা প্রশাসককে ৫০০ টাকার মূল্যের বিভিন্ন পণ্য তুলে দেন। পরে জেলা প্রশাসক কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান।

বক্তব্য রাখেন রামুর সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়াইহ্লা চৌধুরী, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর, নবাগত ইনচার্জ নুরুল আবছার, গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাশেদ, ইউপি সদস্য নুরুল আলম, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সমাজসেবক সালাউদ্দীন চৌধুরী, শ্রমিকনেতা আবু তালেব প্রমুখ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসক

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com