বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের দীপাবলি উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার দুপুর ১২ টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় ভারতের ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক রহিত পাল ও ২০ ব্যাটালিয়নের অধিনস্থ বাংলাহিলি সিপি ক্যাম্পের কমান্ডার গোলাম মোস্তফা এর উপস্থিতির মধ্যে দিয়ে স্ব স্ব বাহিনীর পক্ষে দীপাবলির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার গোলাম মোস্তফা জানান, সীমান্তে দুই-বাহিনীর মধ্যে সম্প্রিতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে যেন কাজ করতে পারে এ জন্য প্রতি বছর দুই দেশের জাতীয় ও ধর্মীয় উৎসব গুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।
বাংলা৭১নিউজ/কেআর