ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং রাঙামাটির ফজলে এলাহীসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দীঘিনালায় মানববন্ধন করা হয়েছে। দীঘিনালা প্রেস ক্লাবের আয়োজনে বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়। প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আবু দাউদ, প্রেস ক্লাব সেক্রেটারি জাকির হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, সাংবাদিক আক্তার হোসেন ও রেড ক্রিসেন্ট যুব ইউনিটের রিফাত। এ ছাড়া মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন সামাজিক সংগঠন, কলেজ শিক্ষার্থীসহ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির অজুহাতে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে। এই আইনে একের পর এক মামলা দিয়ে সাংবাদিকদের গ্রেপ্তারসহ হয়রানি করা হচ্ছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আইনটি বাতিল না হলেও সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ