বাংলা৭১নিউজ,(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধি এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেরং বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ঐ নারীর স্বজনরা জানান,‘ স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে প্রায় ত্রিশ ধরে একাই থাকেন ঐ দৃষ্টি প্রতিবন্ধী নারী। অর্থ লগ্নি করে তার সংসার চলত। একা থাকায় ঘরে গচ্ছিত নগদ অর্থ চুরি করতেই তাকে নির্মমভাবে হত্যা করা হতে পারে ।
হত্যাকান্ডের পর মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,‘ নিহত ঐ নারী একাই থাকত। ধারণা করা হচ্ছে, ঐ নারীর বাসায় চুরি করতে এসে তাকে কেউ হত্যা করেছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে আসামীদের গ্রেফতার করা হবে।
বাংলা৭১নিউজ/এবি