বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : ঘোড়াঘাটে উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসসহ বিভিন্ন দিবস পালন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন, ১০ মার্চ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, ২১ মার্চ বন দিবস উদযাপন, ২২ মার্চ বিশ্ব পানি দিবস, ২৪ মার্চ যক্ষা দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুর ছাত্তার মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস